টেকনাফে মিয়ানমার হতে চোরাই পথে এনে ডাম্পারের ভিতরে করে বিক্রেতাদের নিকট পৌঁছানোর সময় পুলিশ অভিযান চালিয়ে ডাম্পারসহ ১৪শ ক্যান বিয়ার জব্দ করেছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী এলাকা হতে একটি ডাম্পার (চট্টমেট্টো-ড-১১-৩০০৫) মিয়ানমার হতে চোরাইপথে আসা বিপুল পরিমাণ বিয়ার খুচরা বিক্রেতাদের নিকট পৌঁছানোর গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মোঃ শাহজাহান ভূঁইয়া সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করে। কাঞ্জর পাড়ার চেরাংঘর সংলগ্ন সড়কে পৌঁছলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। তখন গাড়িটি তল্লাশী করে মিয়ানমার হতে পাচার হয়ে আসা ৪লাখ ২০হাজার টাকা মূল্যমানের ১৪শ ক্যান বিয়ার ও ১৫ লাখ টাকা মূল্যের ডাম্পার গাড়িটি জব্দ করা হয়।
ডাম্পারসহ বিয়ারের চালান জব্দের সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ব্যাপারে চালককে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ডাম্পার গাড়ি ও বিয়ার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান