সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে রুখে দেয়ার শপথ নিলেন বগুড়ার শেরপুর উপজেলার দুই শতাধিক মসজিদের ইমাম আলেম-ওলামা। সোমবার রাতে বগুড়ার শেরপুর থানা চত্বরে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তারা এই শপথ নেন।
সাধারণ মানুষের মাঝে এই চারটি বিষয়ে গণসচেতনতা তৈরির মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে রুখে দেয়ার এই শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি শেরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম। পরে প্রধান অতিথির বক্তৃতায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে হানাহানির কোন স্থান নেই। সন্ত্রাস-জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। তবে দেশি-বিদেশী একটি অশুভ শক্তি ইসলামকে কলুষিত করার জন্য নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইসলাম ধর্মের ভুল ব্যখ্যা দিয়ে কিছু মানুষকে বিপদগামী করা হচ্ছে। তারাই ইসলামের নামে বোমা মেরে মানুষ হত্যা করছে। এদের কোন ধর্ম বা দল নেই। তাদের একমাত্র পরিচয় সন্ত্রাসী। তাই এদের চিরতরে নির্মূল করতে হবে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজু রহমান, শেরপুর বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা এজাজ আহমেদ, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতা তাইজুল ইসলাম, ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম আনছারী।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল