নোয়াখালীর সদর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক এনামুল হক।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল গোফরান ভূঁঞার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, সদস্য মোশাররফ হোসেন আলমগীর, জাতীয় কমিটির সদস্য আব্দুল কুদ্দুস শুভ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমাস খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৮/মাহবুব