কক্সবাজার সদর উপজেলার পূর্ব ঘোমাতলীর লবণ ও চিংড়ি ঘের থেকে ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ৭ জনকে আটক করেছে র্যাব। আজ বেলা সাড়ে ১১ টার দিকে র্যাব এ অভিযান চালায়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর রুহুল আমিন জানান, পূর্ব ঘোমাতলীর লবণ ও চিংড়ি ঘেরে একটি চক্র অস্ত্র মজুদ করার গোপন সংবাদ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম অভিযান চালায়। অভিযানে লবণ ও চিংড়ি ঘের থেকে ১১ টি অস্ত্র ও বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়। এসময় ৭ জনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল