মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম সাহেরা খাতুন, বয়স ৭০ বছর। সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, সকালে সাহেরা বাড়ি ফিরতে মস্তফাপুর স্ট্যান্ডের কাছে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় সাহেরাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু নাঈম জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সাহেরা খাতুন সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খোয়ারভাঙ্গা এলাকার আজিজ খানের স্ত্রী।
বিডি প্রতিদিন/৩০এপ্রিল ২০১৮/ওয়াসিফ