কক্সবাজারের টেকনাফে বিজিবি ও কোস্টগার্ড পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও বিয়ার জব্দ করেছে। ২ বর্ডার গার্ড বিজিবির অতিরিক্ত পরিচালক মনজুরুল ইসলাম জানান, আজ কাটাবুনিয়া এলাকায় নিয়মিত টহলে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে- এমন সংবাদের ভিত্তিতে টহলদল সতর্ক থাকে।
এক পর্যায়ে ইয়াবা পাচারকারী তার সাথে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি খুলে গণনা করে ৬০ লাখ টাকা মূল্য মানের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
অপরদিকে, একইদিনে টেকনাফের বাহারছড়ায় ৩৫০ ক্যান মায়ানমারের আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ের ঢালার ভিতর অভিযান চালিয়ে একটি গাড়ির পেছন থেকে বিয়ারের ক্যানগুলো উদ্ধার করা হয়। বিয়ারের মালিক ও গাড়ির চালক কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে জানান টেকনাফ বাহারছড়া শামলাপুর কোস্টগার্ড ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার (সিসি) গিয়াস উদ্দীন রুবেল।
তিনি আরও জানান, গোপন সংবাদের অভিযান চালিয়ে ৩৫০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ারগুলো কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার