মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে আজ সোমবার সকালে ঘুর্ণায়মান ফ্যান খুলে পড়ে ইফফাত আরা রোজ নামে নবম শ্রেণীর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
একই ক্লাসের ছাত্রী নার্গিস সুলতানা জানান- রোজ ক্লাস রুমের ফ্যানের নিচে বসে ছিল এ সময় দুর্ঘটনাটি ঘটে। এ সময় টিফিন চলায় ক্লাসের বেশীরভাগ ছাত্রীই বাইরে ছিল। নইলে আরো বড় রকম ক্ষতি হতে পারতো।
স্কুলের প্রধান শিক্ষিকা লিপিকা সরকার জানান- ঘটনার পর তাৎক্ষণিক মেয়েটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে মেয়েটি সুস্থ্য আছে। এ ঘটনার পর প্রত্যেক ক্লাসে সবরকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যাতে করে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা আর না ঘটে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান