মেহেরপুরে জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গাংনী থানা পুলিশ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাংনী উপজেলা জামায়াতের আমিরসহ জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার আনন্দবাস গ্রামের জামায়াত নেতা আব্দুর রহিমের বাড়িতে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গাংনী থানা সূত্রে জানান, জামায়াতের এসব নেতাকর্মী আনন্দবাস গ্রামের আব্দুর রহিমের বাড়িতে সরকারবিরোধী বৈঠক করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।
আটক জামায়াতের নেতাকর্মীদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় দায়েরকৃত গাংনী থানার ০৫/২৩, তারিখ, ০৪/০২/১৮ ইং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন- গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম (৫১), মেহেরপুর পৌর এলাকার আমির ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আমঝুপি দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুব উল আলম (৫৫), বড় গ্রামের আব্দুল খালেক (৬৫), শালদহ গ্রামের মহিবুল ইসলাম (৫০), আনন্দবাস গ্রামের আব্দুর রহিম (৫০), বেড় গ্রামের হাসেম আলী (৬৫) ও চাঁদবীল গ্রামের নাসির উদ্দীন (৫০)।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/ওয়াসিফ