নোয়াখালী সদর উপজেলার এওজ বলিয়া গ্রামে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের প্রায় এক হাজার নারী-পুরুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম লাইট অফ হেল্প সেন্টার-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফ্রি চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং, প্রাথমিক চিকিৎসা, ওষুধ বিতরণ এবং গণসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম, সংগঠনের উপদেষ্টা ইয়াসিন আরাফাত, ডা. গোলাপ রহমান, ড্রিম লাইট অফ হেল্প সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক বাসার সিয়ামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় শুধু বেদে সম্প্রদায় নয়, আশপাশের সাধারণ মানুষও বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল