দশম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং উপ-সহকারী প্রকৌশলীদের জন্য ৫০% প্রমোশন কোটা নিশ্চিতসহ ৭ দফা দাবিতে কক্সবাজারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ছাত্র-শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক সালাহউদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের কক্সবাজার জেলা আহ্বায়ক প্রকৌশলী রমিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি কক্সবাজারের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নেছার আহমদ ভূঁইয়া।
স্মারকলিপি প্রদানের আগে আইডিইবি কক্সবাজার কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব প্রকৌশলী জাবেরুল গণি, শিক্ষক প্রতিনিধি প্রকৌশলী জাহেদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ, ফাহমিদা হাসান হেবা, আব্দুল্লাহ আল নোমানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি, চাকরির সুযোগ ও পদোন্নতিতে ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি হবে। এতে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ