এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য ও বিক্রির পদ্ধতি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই সিরিজের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে।
সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।
বিসিবি জানায়, টিকিট পাওয়া যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট [gobcbticket.com.bd](https://gobcbticket.com.bd) এবং ‘বিসিবি টিকিট’ অ্যাপের মাধ্যমে।
টিকিট মূল্য তালিকা:
- শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকা – ১৫০ টাকা
- শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি) – ২৫০ টাকা
- ক্লাব হাউস (ব্লক এ১–ই১) – ৫০০ টাকা
- গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার, ইস্ট/ওয়েস্ট) এবং ডিরেক্টর এনক্লোজার – ২০০০ টাকা
বিডি প্রতিদিন/মুসা