চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আল আমিন (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়াবাজার এলাকার একটি দোকান থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম এলাকার বাসিন্দা করিমুল হুদার ছেলে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে আল আমিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ