সাতক্ষীরায় সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অভিযোগে দায়ের করা হয়েছে ৫টি মামলা।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পযর্ন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানায় ৮ জন, তালা থানায় ৪ জন, কালিগঞ্জ থানায় ৫ জন, আশাশুনি থানায় ৪ জন, দেবহাটা থানায় ২ জন, শ্যামনগর থানায় ৬ জন এবং পাটকেলঘাটা থানা পুলিশ ৩ জনকে আটক করে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৮/এনায়েত করিম