পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার দুপুর ১২টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে সকাল সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে পৌনে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঝড়ো বাতাস কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/ওয়াসিফ