সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কামারালী গ্রামের মৃত আব্দুস সোবহান মোড়লের ছেলে আব্দুল খালেক মোড়ল (৫৫) ও গাজনা গ্রামের মৃত সামছুদ্দিন সানার ছেলে আব্দুল মালেক সানা (৪২)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গতরাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আব্দুল খালেক মোড়ল ও আব্দুল মালেক সানাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় কয়েকটি মামলা রয়েছে।
শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/ওয়াসিফ