ছুটির দিনে জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন গাজীপুরের মেয়র প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার আজ সকাল থেকেই তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম সকালে টঙ্গীর গাজিপুরা এলাকা থেকে প্রচারণা শুরু করেন। পরে টঙ্গীর এলাকার একটি জামে মসজিদে তিনি জুম্মার নামাজ আদায় করেন।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার
অন্যদিকে, বিএনপির মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুরের সালনা এলাকা থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে গজারিয়া এলাকার একটি জামে মসজিদে তিনি জুম্মার নামাজ আদায় করেন।
এ সময় উভয় দলের মেয়র প্রার্থীদের সাথেই তাদের দলীয় ও অঙ্গসংগঠন দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/ওয়াসিফ