নওগাঁয় এক এতিম কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি সারোয়ার হোসেনকে গ্রেফতার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ এর সদস্যরা। আজ শুক্রবার ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের মচকইল গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সারোয়ার হোসেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা অমৃতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
আজ বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ।
জানা যায়, গত ২৩ এপ্রিল দুপুরে নওগাঁয় পার্শ্ববর্তী বাড়ির এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় সারোয়ার হোসেন। এ ঘটনায় ২৪ এপ্রিল নওগাঁ নিয়ামতপুর থানায় ধর্ষক সারোয়ার হোসেনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন ধর্ষিতার বোন। তখন থেকেই সারোয়ার হোসেন পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৮/এনায়েত করিম