নাটোরের নলডাঙ্গায় বিষধর সাপের দংশনে রাশিদা আক্তার (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাশিদা আক্তার উপজেলার মাধনগর গ্রামের শাজাহান আলীর স্ত্রী।
শুক্রবার সকাল সোয়া ১০ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে নলডাঙ্গা পৌরসভার ১নং প্যানেল মেয়র মোঃ সাহেব আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বাবার বাড়ির শয়নঘরে বিষধর সাপ দংশন করে রাশিদাকে। এতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ভাবে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন