চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের হাতে খুন হলেন ডিম বিক্রেতা জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার গভীর রাতে মনাকষা ইউনিয়নের চৌধুরীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে জাহাঙ্গীরের গলাকাটা লাশ উদ্ধারসহ সৎ ভাই কেতাব আলীকে আটক করেছে পুলিশ।
নিহত জাহাঙ্গীর আলম হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের বিশারত আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে কেতাব আলী। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, প্রতিদিনের মত ডিম বিক্রি করে রাতে বাড়ি ফেরার পথে চৌধুরীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বাইসাইকেল, একটি মোবাইল ফোন ও তার কাছে থাকা ৩৭০০ টাকা উদ্ধার করেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ মে ২০১৮/হিমেল