বগুড়া শহরের নবাববাড়ী রোডে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়া জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, আলী আজগর হেনা, লাভলী রহমান, মাহবুবর রহমান বকুল, রেজাউল করিম বাদশা, মাফতুন আহমেদ খান রুবেল, পরিমল চন্দ্র দাস, আবুল বাশার, তাহা উদ্দিন নাহিন, আব্দুল ওয়াদুদ, রফিকুল ইসলাম, নাজমা আক্তার, খান জাহাঙ্গীর, শাহাবুল আলম পিপলু, হাসানুজ্জামান পলাশ, ফারুকুল ইসলাম, শফিকুল ইসলাম, আবু জাফর জেমস প্রমুখ। এর আগে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর সামনে গেলে পুলিশ তারকাঁটার বেরিকেড দিয়ে আটকে দেয়। এরপর সেখানেই সামবেশ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার