রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় দুই জন মারাত্মক আহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের কল্যাণপুর এলাকায় অটোরিক্সা (সিএনজি) উল্টে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সাটি কল্যাণপুর সড়কে দ্রুত গতিতে এসে উল্টে গেলে অটোরিক্সার মধ্যে থাকা দু’জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. করিম খন্দকার বলেন,আহতরা মাথায় ও বুকে মারত্মক আঘাত পেয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান