নেত্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম খোকনকে পৌরভবনের সামনে থেকে আজ বেলা দুইটার দিকে ইয়াবাসহ আটক করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
মডেল থানার ওসি বোরহান উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে কাউন্সিলর খোকন পুলিশের নজরদারিতে ছিল। আজ দুপুরে বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর কয়েক মাস আগে মাদক নিয়ে ধরা পড়লেও আদালতে জামিনের মাধ্যমে সে বেরিয়ে আসে। তার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার