বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দলের নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনিপর যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক ময়ূরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
আজ সোমবার (১৪ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জে হিরাঝিল হাজী রজ্জব আলী সুপার মার্কেটস্থ দলের অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ সভা পালিত হয়। এসময় থানা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সামসুদ্দিন শেখ, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, আহমেদ হোসেন, গাজী মনির হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান শরীফ, মাসুদুর রহমান মাসুদ, শহিদুল ইসলাম ভুঁইয়া, যুবদল নেতা রকিবুল দেওয়ান, মাছুম প্রধান, রুবেল মাদবর, ফারহান আহমেদ রুমেল, দিদার মহসিন ও রাসেল সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার