ভোলার চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ড গাড়িওয়ালা মোড়ে তেলের লড়ির চাপায় এনজিও কর্মী শিরিনা আক্তার মুন্নি (২৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এছাড়াও অটোচালক ইয়াকুব আলী (৬০), ও সহযাত্রী শাহনাজ (২৯) আহত হয়েছে। নিহত শিরিনা আক্তার মুন্নি পৌরসভা ২নং ওয়ার্ডে বেলায়াতের স্ত্রী। তিনি পউস এনজিও কর্মী।
প্রত্যেক্ষদর্শী জানায়, আজ সোমবার ভোলাগামী মিয়াজী এন্টারপ্রাইজ (চট্রো-ঢ ১১-০০২০) শহরের অদূরে মুখোমুখি আটোরিক্সার সাথে ধাক্কায় ঘটনাস্থলেই মুন্নি নিহত হয়। গুরুতর আহত রিকসা চালক ইয়াকুব আলীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ (ওসি) ম.এনামূল হক জানান, পরিবার থেকে মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থান থেকে ঘাতক তেলের লড়িটি আটক করা হয়েছে। তবে ট্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার