জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার শ্রেষ্ঠ কলেজ ক্যাটাগরি, শ্রেষ্ঠ মাদরাসা ক্যাটাগরি, শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিসহ প্রায় ২৭ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেণী শিক্ষক ও শ্রেষ্ঠ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এর আগে বক্তব্যে তিনি বলেন, যারা শ্রেষ্ঠ হয়েছেন, শ্রেষ্ঠত্ব তাদের ধরে রাখতে হবে। যারা সফল হয়, তাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। শ্রেষ্ঠদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শ্রেষ্ঠত্ব ধরে রাখার পাশাপাশি সকল বিষয়েই আপনাদের গুণগত মান আরো বৃদ্ধি করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, মাদরাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মাদরাসা প্রধান ফুলপুর মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কলেজ প্রধান ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন-আরা বেগম, বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর