চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রাম সংলগ্ন ভাইমারার খালের কাছে অজ্ঞাত এক যুবককে (২২) জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তার জবাই করা লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। যুবকের গায়ের রং ফর্সা, তার পড়নে ছিলো জিন্সের প্যান্ট ও লাল রঙের গেঞ্জি। হাতে লাল বেল্টের একটি ঘড়ি রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কৃষকরা খাল সংলগ্ন একটি ইপিলইপিল বাগানে যুবকের জবাই করা লাশ দেখতে পায়। তাদের ধারণা অন্য কোনো এলাকা থেকে ওই যুবককে ডেকে হত্যা করেছে দূর্বৃত্তরা।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, আমি ঘটনা জানার পর ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর