বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আহুত বিক্ষোভ কর্মসূচির আওতায় নাটোরে জেলা বিএনপি এবং সদর উপজেলা বিএনপি যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে দলীয় নেতাকর্মীরা উপশহরে গিয়ে জড়ো হন। উপশহর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর-রাজশাহী মহাসড়কের উত্তরে জেলা বিএনপি অফিসের অপর প্রান্তে গিয়ে শেষ হয়।
নাটোর জেলা বিএনপির সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে মিছিলে আরো অংশ নেন সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক, বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ হাসান আলী, মোঃ নজরুল ইসলাম ও মোঃ নাসিম খান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর