শ্রমিকদের কাজ নিয়মিতকরণের দাবিতে ঠাকুরগাঁও বিএডিসি হিমাগার, বীজ প্রক্রিয়াজাতকরণ, ভিত্তি বীজ খামার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকাল ১১টায় শ্রমিকরা শহরের কলেজপাড়া বিএডিসি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে শ্রমিক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ২০১৭ সালে কৃষি মন্ত্রণালয় থেকে শ্রমিকদের নিয়মিত করার আদেশ দেয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৭ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয়।
বিডি প্রতিদিন১৫ মে, ২০১৮/ফারজানা