চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঠ থেকে সান আহমেদ (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। নিহতের পিঠে গুলি করার চিহ্ন আছে। সে পৌর এলাকার মাঝের পাড়ার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সকালে মাখালডাঙ্গা গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা সান আহমেদের লাশ উদ্ধার করে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় সানকে ধরতে তাদের বাড়িতে পুলিশ পরিচয়ে অভিযান চালানো হয়। এ সময় সে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। অভিযান পরিচালনাকারীরাও তার পিছু নেয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সানের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার