ঠাকুরগাঁওয়ে প্রযুক্তিগত শিক্ষা অর্জনের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১টায় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি মিলনাতায়নে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আলী আকবর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবিএম আজাদ। এসময় বক্তারা পলিটেকনিক ইনস্টিটিউটের টেকসই উন্নয়ন লক্ষ্য ও কর্ম দক্ষতাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার