দিনাজপুরের বিরামপুর উপজেলায় বজ্রপাতে শ্রীমতি কার্তিকী বালা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিন হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কার্তিকী বালার বাড়ি বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিন হরিরামপুর গ্রামে। তার স্বামীর নাম মৃত নিবাস চন্দ্র রায়।
ঘটনার সত্যতা স্বীকার করে কাটলা ইউপির চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টি পড়ার সাথে বাড়ির পাশে শুকাতে দেয়া ধান তুলতে গিয়ে বজ্রপাতে সে ঝলসে যায়। এসময় কার্তিকী বালাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বিডি প্রতিদিন১৫ মে, ২০১৮/ফারজানা