বরিশালে বাল্য বিবাহ রোধে মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নতুন উদ্ভাবনী উপায়ে বাল্য বিবাহ নিরোধ কল্পে প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সার্বিক সহায়তায় এবং বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় আজ মঙ্গলবার সকালে বরিশাল সার্কিট হাউজে এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তির্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আব্দুল হালিম। অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরগুনার জেলা প্রশাসক মোখলেছুর রহমান এবং পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহম্মেদ সিদ্দিকীসহ বিবাহ নিবন্ধক, ইমামগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বাল্য বিবাহ নিরোধ কল্পে বিবাহ নিবন্ধক, সমাজের সন্মানীত ইমামগণ এবং ইউনিয়ন পরিষদের মেম্বর-চেয়ারম্যানদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। বিয়ের ক্ষেত্রে জন্ম নিবন্ধন, এসএসসি কিংবা সমমানের শিক্ষগত যোগ্যতার সনদ বা অন্য কোন প্রমাণপত্র দিয়ে বয়স যাচাই নিশ্চিত করা, যাচাইতে বয়স কম হলে কোন ভাবেই ওই বিয়ে হতে না দেওয়া এবং পরবর্তীতে ওই বাল্য বিবাহ হচ্ছে কিনা সেটা নজরদারী করার উপর গুরুত্বারোপ করা হয় কর্মশালায়।
হাবিবুর রহমান বলেন, মাঠ পর্যায়ে যারা বাল্য বিবাহ রোধে এই কাজগুলো বাস্তবায়ন করবেন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মশালায়। তাদের নাম ঠিকানা, মোবাইল নম্বরসহ একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে। এই ডাটাবেজের মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে নজরদারী করবে প্রশাসন।
বিডি প্রতিদিন/এ মজুমদার