রাঙামাটিতে ২ দিনব্যাপী বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়নে ভারোত্তোলন প্রতিযোগিতা শেষ হয়েছে। চট্টগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ পূর্ব রিজিয়নের পরিচালনায় ও রাঙামাটি ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল। মঙ্গলবার সকালে রাঙামাটি বিজিবি সেক্টরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত ভারোত্তোলন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আহসান।
এসময় রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ পাভেল আকরাম, ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের আধিনায়ক এমএম গোলাম মোহায়মেন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আহসান বলেন, ভারোত্তোলন প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা নয়। এটা শত্রুর মোকাবেলো করার অন্যতম প্রশিক্ষণ। কারণ প্রতিটি বিজিবি সদস্য এক একটি যোদ্ধা। তাদের প্রতিনিয়ত শত্রুর মোকাবেলা করতে হয়। দেশের সীমান্ত রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, ভারোত্তোলন প্রশিক্ষণ থাকলে নিরস্ত্র মানুষ শুত্রু মোকাবেলা ও আত্মরক্ষা করতে পারে। এসময় তিনি প্রতিটি বিজিরি সদস্যকে ভারোত্তোলন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বলেন।
দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম’র পরিচালনায় এবং রাঙামাটি সেক্টর’র ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিজিবি’র ৫টি রিজিয়ন’র ৩৯ জন অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং একটি তাম্র নিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল। এছাড়া ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ২টি তাম্র নিয়ে রার্নারআপ হওয়ার গৌরব অর্জন করে দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম।
সেরা নবীন খেলোয়ার শেখ তোফায়েল এবং সেরা প্রবীণ খেলোয়ার খেতাব লাভ করে হাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/হিমেল