বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খাল এলাকায় মঙ্গলবার সকালে কোস্টগার্ডের অভিযান চলাকালে বনদস্যুরা ২টি আগ্নেয়াস্ত্র ফেলে বনের গহীন অরণ্যে পালিয়ে গেছে। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল থেকে বনদস্যুদের ফেলে যাওয়া ২টি একনলা বন্দুক উদ্ধার করেছে।
মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ জানান, মঙ্গলবার সকালে মোংলা কোস্টগার্ডের সদস্যরা পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খাল এলাকায় বনদস্যুদের আটকে অভিযান শুরু করে। এসময়ে বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে ২টি আগ্নেয়াস্ত্র ফেলে বনের গহীন অরণ্যে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের মধ্যে বনদস্যুদের ফেলে যাওয়া ২টি একনলা বন্দুক উদ্ধার করেছে। দুপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধারকৃত ২টি আগ্নেয়াস্ত্র মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন