আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল সার্কিট হাউজ চত্ত্বর থেকে বরিশাল পুলিশের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাঠে গিয়ে শেষ হয়।
পরে পুলিশ লাইনসে এক আলোচনা সভা অুনষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। মেট্রো পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।
বক্তব্য রাখেন ডিজিএফআই বরিশালের কর্নেল মো. শরিফুল ইসলাম এবং বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সহ অন্যান্যরা।
এছাড়া বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা র্যালি এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন