চরফ্যাশন থানায় সরকারের চলমান মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আরো ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে ইমরান (২০), মাহমুদুল হাসান (২২), সুমন (৩৫) ও দক্ষিণ আইচা থানায় মেহেদি হাসানকে (২৮) গ্রেফতার করে পুলিশ।
চরফ্যাশন থানা সূত্রে জানা যায়, পৌরসভা ৩নং ওয়ার্ডের আ. রহিমের পুত্র ইমরানকে ৬০ গ্রাম গাঁজা, ৪নং ওয়ার্ডের মাহমুদুল হাসানকে ৪০ গ্রাম গাঁজা, ৯নং ওয়ার্ডের পরিমলের পুত্র সুমনকে ৫০ গ্রাম গাঁজা ও দক্ষিণ আইচা থানার এওয়াজপুর গ্রামের রফিক পাটওয়ারীর পত্র মেহেদি হাসানকে ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ, মাদক বিরোধী অভিযান চলাকালে এ পর্যন্ত চরফ্যাশন থানায় পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিনসহ ১১ জন, দক্ষিন আইচা থানায় ৭ জন, শশীভূষন থানায় ৬ এবং দুলারহাট থানায় ৩ সহ মোট ২৭ জন মাদক সরবরাহ ও সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/হিমেল