শেরপুরে মাকে হত্যা মামলায় আবু বক্কর (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আবু বক্কর শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামের কৃষক শাহা আলীর ছেলে।
মঙ্গলবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ এমএ নূর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট অরুণ কুমার বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন