কুষ্টিয়ায় বিমল কুমার প্রমাণিক নামে এক পল্লী চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ মে) বিকেলে শহরতলীর বারখাদা ত্রিমোহনীতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান।
জানা যায়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে ইস্যু করা কোনো সনদপত্র ছাড়াই সাধারণ মানুষকে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন বিমল কুমার প্রমাণিক। স্থানীয়দের এমন অভিযোগের সতত্যা পাওয়ায় তাকে বিএমডিসি আইন ২০১০-এর ২৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তার সহযোগী মিলন সরকারকে তিন মাসের কারাদণ্ড দেন আদালত।
বিডি প্রতিদিন/২৯ মে ২০১৮/হিমেল