কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের ঝাউবনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নেত্রকোনার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মুজিবুর রহমান (৪২) নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সমুদ্র সৈকতের কবিতা চত্বর ঝাউবন এলাকায় এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬ হাজার ইয়াবা, একটি ওয়ানশুটারগান, ৩ রাউন্ড গুলি, গুলির খালী খোসা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, সমুদ্র সৈকতের কবিতা চত্বর ঝাউবন এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে র্যাবের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মুজিবুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে ৬ হাজার ইয়াবা, ১টি ওয়ানশুটারগান, ৩ রাউন্ড গুলি ও ২টি খালী খোসা উদ্ধার করা হয়। নিহত মুজিবুর রহমান নেত্রকোনা জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের ১০ টি সহ অসংখ্য মামলা রয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৮/হিমেল/তাফসির