কুমিল্লা নগরের নবগ্রাম এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় শাহ আলম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। শাহ আলম নগরের নবগ্রাম এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদরের পালপাড়া ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, রাতে চিহ্নিত মাদক বিক্রেতা শাহ আলম দলবল নিয়ে পালপাড়া এলাকা দিয়ে মাদকের চালান পার করছিলেন। খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের টিম সেখানে অভিযান চালায়। টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
তিনি আরও জানান, এতে অন্যান্যরা পালিয়ে গুলিবিদ্ধ হন শাহ আলম। এ অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তিনিও আহত হন। শাহ আলমের বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্র ও হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর