চুয়াডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তানজিল আহমেদ (৩০) নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত তানজিল চুয়াডাঙ্গার শহরতলী দৌলাৎদিয়াড় গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই রবিউল ইসলাম ও কনস্টেবল আব্দুস সবুর আহত হয়েছেন। বন্দুকযুদ্ধে নিহত তানজিলের নামে চুয়াডাঙ্গা সদর থানায় ১২টি মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যূটারগান, চার রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, পৌর এলাকার সাতগাড়ি গ্রাম এলাকা দিয়ে মাদকের চালান নিয়ে যাওয়া হচ্ছে- এমন খবর পেয়ে সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট গোলাগুলির পর মাদক ব্যবসায়ীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী তানজিলের মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ফারজানা