সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের পাশে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আহসান হাবীব নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় র্যাবের তিন সদস্য আহত হয়েছে।
নিহত আহসান হাবিব কামারখন্দ উপজেলার হাথপারা গ্রামের এজারুদ্দিনের ছেলে। বুধবার ভোররাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আহসান হাবিবের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
বন্দুকযুদ্ধের পর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। সকাল ৯টার দিকে র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা