যশোরের বেনাপোলে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হওয়া বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। বুধবার ভোর রাতে সীমান্তবর্তী বড় অাঁচড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
নিহত ড্যামকেয়ার লিটনের বাড়ি দীঘিরপাড় এলাকায়। অপরজনের পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা