কুষ্টিয়ায় নিজ বাড়িতে নাজমুল ইসলাম (২৭) নামে এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলাম সদর উপজেলা হাটশ হরিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভপতি ছিলেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সদ্য বিবাহিত নাজমুল বউসহ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ গুলির শব্দে পরিবারের অন্যরা নাজমুলের ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান জনি জানান, রাত সাড়ে ৩টার দিকে মাথায় গুলিবিদ্ধ হয়ে নাজমুল নামে এক রোগীকে জরুরি বিভাগে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় জানিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না।
নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৮/এনায়েত করিম