সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রংপুরের এম এস প্রাইমেক্স ইমিগ্রেশন অ্যান্ড অ্যাডুকেশন সার্ভিস নামে প্রতিষ্ঠানের এমডি শরিফুল ইসলাম শরিফ ও তার সহযোগী রফিকুল ইসলাম বকশী ও রানা। এসময় প্রতারিত ১০ যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, প্রতারকরা এসব যুবকদের সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও বিভিন্ন দেশে পাঠানোর নাম করে মঙ্গলবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে আসতে বলেন। প্রতারিত যুবকরা বিমানবন্দরে আসলেও তাদের বিমানে না উঠিয়ে টালবাহানা করতে থাকে প্রতারকরা। বিষয়টি জানাজানি হলে পুলিশ বিমানবন্দর থেকে উক্ত তিন প্রতারককে আটক করে থানায় নিয়ে যায়। এসময় প্রতারণার শিকার ১০ জনকে উদ্ধার করে তাদেরও থানায় নিয়ে আসা হয়।
উদ্ধারদের মধ্যে আটজনের বাড়ি রংপুর, একজনের কুড়িগ্রাম ও একজনের বাড়ি গাইবান্ধা বলে জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৮/এনায়েত করিম