দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ১১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মে) দিবাগত মধ্যরাত থেকে বুধবার (৩০ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা, ১১ বোতল ফেনসিডিল, ৩৬ লিটার চোলাই মদ ও হেরোইন উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত এক সদস্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথকভাবে ১১টি মামলা দায়ের করা হয়েছে। আটকদের দুপুরের মধ্যে দিনাজপুর আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৮/হিমেল