ভবিষ্যতে আর কখনও মাদক বিক্রি না করার শপথ নিয়ে ঝিনাইদহে তরুণ ওরফে হাতকাটা তরু (২৩) নামে এক মাদক বিক্রেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার সকালে ঝিনাইদহ সদর থানায় তিনি আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ করা তরু শহরের ব্যাপারীপাড়ার রমজান আলীর ছেলে। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শহরের ব্যাপারীপাড়ার হাতকাটা তরু একজন চিহ্নিত মাদক বিক্রেতা। দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হলেই গা-ঢাকা দেন তিনি। সকালে মাদক বিক্রি না করার অঙ্গীকার করে পরিবার নিয়ে সদর থানায় স্বেচ্ছায় আত্মসমপর্ণ করেন তরু।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৮/এনায়েত করিম