“প্রযুক্তি দিয়ে করব কৃষি সুখে থাকবো দিবানিশি” এই শ্লোগান নিয়ে আজ থেকে হবিগঞ্জে ৪ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৮ শুরু হয়েছে। সিলেট অঞ্চলে শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে।
সকালে জেলা প্রশাসনের নিমতলায় এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির। পরে মেলায় স্থাপিত ২৫টি কৃষি যন্ত্রপাতির স্টল পরিদর্শন করেন অতিথিরা।
এ সময় অন্যান্যের মাঝে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৮/হিমেল