কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজের দু'দিন পর কলেজ শিক্ষার্থী সত্যব্রত দাসের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ইটনার বলদা ঘাটের কাছে তার লাশ ভেসে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সত্যব্রত দাস বন্ধুদেরকে নিয়ে ইটনা সদর থেকে ট্রলার যোগে ধনপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ ট্রলার থেকে পড়ে যান তিনি।
সত্যব্রত দাস ইটনা উপজেলার বলরামপুর গ্রামের রানু দাসের ছেলে এবং নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার হাজী আলী আকবর পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
বিডি প্রতিদিন/ফারজানা