নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করে।
সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান ও জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা